লকডাউনের কথা বলবো কি আর
ঘরে বসে খেয়ে শুয়ে দিনগুলি পার,
মনে তো পড়ে না মাস, বার খুঁজে ফিরি
তারিখের বেলা মারি মাথায় হাতুড়ি l

রোজ যেন রোববার বাকি বার নাই
সারাদিন ঘরে থেকে শুনি কাঁই কাঁই l
বার বার চা চেয়ে করেছি পাগল
বাইরের দরজায় দিয়েছি আগল l

মাস্ক পরে বসে থাকি, ধুই হাত পা
করোনাকে বলি ডেকে - যা ব্যাটা যা l
যাবার কি নাম নেয়, বড়ো ঠ্যাটা রোগ
দিনে দিনে মানুষের বাড়ে দুর্ভোগ l

কন্টেনমেন্ট জোন আরো ব্যথাময়
সর্বদা ঘরে থাকো বাইরে তো নয় l
চাল ডাল আলু তেল ঘরে বসে পাও
সাপ্লাই করে যারা পয়সাটা দাও l

লকডাউনের কথা কি বলি রে ভাই
কাজ ছেড়ে ঘরে বসে আনন্দ নাই l
শুয়ে বসে হেঁটে চলে ঘরের সীমায়
খাই আর বসে বসে চেয়ারে ঝিমাই l
৮৫৮