কাঠের গায়ে ঠোকর দিয়ে কাঠঠোকরা পাখি
কাজ করে যায় রাত্রিদিনে বলে কিছু না কি ?
ঠক ঠক ঠক ঠোকর ঠোকর ঠোকর ঠোকর ঠক
সারাটা দিন ঠোকর মেরে করছে সে বকবক l
কাঠের গায়ে গর্ত করে কি পায় সে লাভ
ধন সম্পদ রাখে কোনো আছে কোনো রাজ ?
ঠোকর ঠোকর করে কেমন বানায় নিজের ঘর
আশ্রয় নেয় গাছকোটরে থাকে আপন পর l
পোকামাকড় খায় ধরে খায় গর্তে আসে যারা
ঠক ঠক ঠক ঠোকর ঠোকর তার জীবনধারা l
নরম ঠোঁটে শক্ত কাঠে ঠোকর ঠোকর ঠক
দিনরাত্রি শব্দ করে করছে সে বক বক l
কোন গাছেতে থাকে সে যে কোন বনেতে যায়
কখন যে সে কি করে কি তার অভিপ্রায় l
আয় পাখি আয় ঘরে আমার যা খাবি তাই দিবো
ভয় পাস না সত্যি বলছি কোলে তুলে নিবো l
সোনা রুপোর ঘর দেবো খেলবি সারাদিন
পাবি আরো বন্ধু অনেক তাক ধিনা ধিন ধিন l