সভ্যতার এ কেমন রূপ
কোথাও ছায়া কোথাও ধুপ l
মন্দ লোকের সমর্থনে
পথে মানুষ অনেকজনে l
সাধু সৎ এর অনাদর
ভালো কথার নেই কদর l
লজ্জা সে তো সমাজপতির
সমাজের এই অধোগতির l
কার দোষে কে মরে
দায়ী সবাই চরাচরে l
ফুলে খোঁচা দেয় কাঁটা
ফুল লাজে হয় অবনতা l
হানাদারের আক্রমণে
হারায় সম্মান নারীধনে l
নারী কেবল শরীর নয়
শরীর ছাড়িয়ে জগৎ জয় l