হেঁটে যায় মেয়ে
তার সাথে হাঁটে
এক জোড়া অপলক চোখ l
বাতাসে গন্ধ ভাসে
এ গন্ধ দেহ নিঃসৃত
প্রতি পদক্ষেপে বাতাসে আত্মস্থ l
প্রতিকৃতি ছায়া হয়
ছায়া হয় কামনায়
মনের ক্যানভাসে রঙিন স্বপ্ন l
ভুরু কালো মায়া
পেলব হাতদুটো
আদি আকর্ষণে গেঁথে যায় l
অনেক গোপনতা
হেঁটে যায় মেয়ে
সাক্ষী পদক্ষেপ দৃষ্টি ও ভাবনা l