বিন টিকিটে বিপিনবাবু রেলগাড়িতে চড়েন
টিকিট চেকার করলে চেকিং ধরা শেষে পড়েন l
পাঁচশো টাকা ফাইন হলো তাঁর পাঁচ টাকা টিকিটে
টের পেয়ে যান কেমন মজা সাফারি ফোকটে l
বিষম খেয়ে বিপিনবাবু চোখে দেখেন আঁধার
আপত্তিতে হাজার টাকা আদায় দিলেন বাঁচার l
হেঁচকি তুলে কোঁচা খুলে ভাঁজ করা নোট প্রদান
লাভ পেয়েছেন সারা জীবন এক ধরাতে নিদান l
শপথ করেন নিজের হাতে কানটি ধরে টেনে
ফের কখনো চড়লে রেলে টিকিট নেবেন কিনে l