বাতাসের মনে ছিল কি জানি কি সন্দ
ছুটে গিয়ে কোণে কোণে দূর করে ধন্দ,
আকাশ পাতাল ছোটে, ছোটে প্রতি গৃহকোণ
ছুটে ছুটে সারাক্ষণ বিচলিত তার মন l
স্থির থাকা একখানে বাতাসের ধাতে নেই
শুধু ছুটে ছুটে চলে সব দেশে বিদেশেই,
জলবায়ু চাপ তাপ সব মেনে ঠিকঠাক
কখনো শান্ত বায়ু কখনো ঝড়ের দাপ l
কোণে কোণে ছুটে যায় বাতাসের বার্তা
বাতাসের থেকে পাই উদারতা শিক্ষা,
অচ্ছুত নয় কেউ সবখানে ছুটে যায়
উঁচু নীচু সকলেই বাতাসের স্নেহ পায় l
ছুটলো বাতাস প্রিয়ার গন্ধ সাথে নিয়ে
মন মাতানো গন্ধে মাতাল প্রিয়ার প্রিয়ে,
আপন মধুর হৃদয় দোলে ছন্দ তালে
ঋণস্বীকারে টোল খেলে যায় প্রিয়ার গালে l
বাতাসের কতো কাজ ছুটে ছুটে যায়
ধরা জুড়ে তাপমান একরূপতায়,
নিম্নচাপের যদি পায় সে খবর
ছুটে যায় সাথে সাথে করে ধড়পড় l
বাতাস করে শীতল ধরা মেঘ সরায়
বাতাস আনে ঝম ঝমঝমাঝম বৃষ্টি ধরায়,
বাতাস যোগায় জীবনবায়ু, আনে ঝড়
বাতাস নিয়ে কাব্য আসে পরস্পর l
বাতাস লাগায় গায়ে আর ঘুরে ফিরে
তবু সব সুখটুকু থাকে তাকে ঘিরে,
ধর্মের কল জানি বাতাসেই নড়ে
পাপী তাপী দুষ্টরা তাও ভিত গড়ে l
রোজ ভাবি বাতাসকে দেখবো
এত চঞ্চল সে, শুধু বলে - ছুটবো
ঠান্ডার থেকে সে ছুটে যায় গরমে
এই করে ঝড় হয় প্রকৃতির ধরমে l
বাতাস কি বোকা, বাতাস কি বোকা
গরম ছেড়ে সবাই যখন ঠান্ডা দেশের পোকা,
বাতাস দেখি ঠান্ডা ছেড়ে যায় গরম দিকে
এমনি করে দুনিয়া জুড়ে বাতাস আছে টিকে l
বিশ্রাম নিবে ভাবা শুরু হলো যেই
তাপ গেলো কমে বেড়ে পৃথিবী জুড়েই,
কাজের হুকুম পেয়ে শুরু তার ছোটা
ঝড় হলো, টাইফুন - ঘোর ঘনঘটা l
কাজ করো খেটে খাও বিশ্রামও জোটে
ভেবেছো কি একবারও প্রকৃতির জটে,
বাতাস সে খাটে এত বিশ্রাম পায় না
তাপ যেই ওঠে নামে তাকে রোখা যায় নেয় l
বাতাসে খবর এলো খুশি হলো মনটা
মনের গভীরে বাজে টুং ট্যাং ঘণ্টা,
দীর্ঘ বিরোধ শেষে মিলে গেছে ভায়েরা
কুঠি ভেঙে খুঁটি ভেঙে জমা হয় আয়েরা l
৮৮৮