দীর্ঘসুত্রতার কারণে, কিছুটা সঙ্কোচে
বহুবার সুযোগ পেয়েও
যে কথাগুলো তোমাকে বলতে পারি নি,
কখনো ফিরে এলে আর জড়তা নয়
তোমার ঘন কালো চুলে হারিয়ে যেতে যেতে
তোমাকে বলে যাবো সেই কথাগুলো l
যে আর্চের কোনো প্রয়োজন নেই
শুধু শব্দ দিয়ে ভেঙে ফেলবো তা
তরঙ্গে মালা গেঁথে সঁপে দিবো গলায়,
ভোরের স্বচ্ছতায় এক মাঠ সুখ হয়ে
পুকুরের পড়ন্ত রোদ পর্যন্ত অপেক্ষা
ঘুম ঘুম স্বপ্নে খেলে যাবে অলিন্দ l
** চৈতন্য ত্রয়োদশ বর্ষ প্রথম সংখ্যা ১৪২৮ পৃষ্ঠা ৪৬ এ প্রকাশিত