চালাক হবে নাকি বোকা
ভেবে পায় না রতন
কিসে লাভ আর কিসে ক্ষতি
ভাবে ভালোমতন l

গজু কাকা চালাক ছিলো
বউটি ছিলো বোকা
চালাকিতে গলায় দড়ি
খেলো গজু কাকা l

কিন্তু বোকা বউটি যে তার
অনেক টাকা পেলো
সেই টাকাতে সারা জীবন
সুখে দিন কাটালো l

আবার বোকা হাবুর দেখো
জমি খেলো বণিক
জমি গেলো তবু হাবুর
ক্ষতি হয় নি ক্ষণিক l

রতন ভেবে ভেবে সারা
কি হবে সে শেষে
বোকা নাকি হবে চালাক
কে পাবে দাম দেশে ?
495