সুন্দরী এক এবং আছে পুরুষ ইয়ে
চলতি ট্রেনে ব্যস্ত ভীষণ মোবাইল নিয়ে
কেউ দেখে না কারুর দিকে কি যে জ্বালা
প্রকৃতি কি হার মেনেছে এই বেলা ?
উঁকি মেরে দেখছে নিশ্চয় কে জানে
বলছে কথা ফিসফিসিয়ে কানে কানে l
সুন্দরীরা মন কাড়ে না - হয় কি তা ?
আদম ইভের থেকে চলা রীতি এটা l
মোবাইল সে তো বাহানা এক লোক ঠকানোর
চ্যাটিং হয়তো করছে তারা মন উড়ানোর l
প্রকৃতি তো খেলে খেলা নিয়মমতো
নিয়ম ভেঙেও দিনের শেষে হই আনত l
পুরুষ নারী পস্পরের আকর্ষণে
আসবে কাছে গড়বে বাঁধন অমোঘ টানে
এই নিয়মে বাঁচবে জীবন চলবে ধরা
সাধ্য কার ভাঙবে এমন পরম্পরা ?