এক দুই আর তিনের চাপে
পড়েছি খুব মনস্তাপে l
এক বলতে খাদ্য খাবার পোশাক থাকে দুই এ
তিনে আসে বাসস্থান - হয় না যোগাড় শুয়ে l
সকাল থেকে গলদঘর্ম মাথার ঘামটা পায়ে
এক দুই আর তিনের যোগাড় ভদ্র কোনো আয়ে l
যাদের মুখে সোনার চামচ জন্মসূত্রে পাওয়া
বাবা দাদু পূর্বপুরুষ তাঁদের রেখে যাওয়া l
তাদের জীবন সহজ অতি এক দুই আর তিনে
হেসে খেলে দিন চলে যায় কোনো খাটনি বিনে l
কিন্তু আছে এমন মানুষ গোনা যাদের স্বভাব
গুনেই চলে গুনেই চলে থাকুক যতো অভাব l
সুযোগ বুঝে সুযোগ খুঁজে পরের সংখ্যা গোনে
চার পাঁচ ছয় সাতে আসে শিল্প কলা বোনে l
যাদের যেমন গোনার নেশা গুনতে থাকে ততো
এগোয় তাদের গোনার কাজটা গোনে অবিরত l
অসংখ্য সংখ্যাতে
অনেক ভিন্ন খাতে
মানবজাতির যতো গতি সভ্যতা বিজ্ঞানে
দিনে দিনে গোনা বাড়ে অনেক অনেক জ্ঞানে l
ভাত কাপড় আর বাসস্থানে আটকে গেলো যারা
জীবনসন্ধ্যা ছুঁয়ে গেলেও জানলো নাকো তারা
মেঠো পথের থেকে
পথটা গেছে বেঁকে
মানুষ গেছে অনেক দূরে যেখানে চাঁদ তারা l