তিয়া যখন ফানুস ওড়ায়
এবং ফানুস ওড়ে
চোখের থেকে স্বপ্ন নিয়ে
বিশ্বভুবন ঘোরে
ঐ উড়ে যায় তিয়ার ফানুস
অনেক উপর দিয়ে
বাড়ি ছেড়ে আকাশ ফুঁড়ে
তিয়ার স্বপ্ন নিয়ে
দীপাবলীর আঁধার সকল
যায় মুছে যায় ধীরে
আলোকপ্রদীপ নিয়ে ফানুস
মেশে তারার ভিড়ে
ঐ তারা সব পূর্বপুরুষ
আছেন নীচে চেয়ে
দীপাবলীর আঁধার মাঝে
আলোর পথটা বেয়ে
এই আলোকের ঝর্ণাধারায়
সপ্তসাগর মেশে
স্বপ্নসকল যায় উড়ে যায়
দূরে আপন দেশে l