যখন সময় এমন ধারায় চলে
সবাই দেখি মিষ্টি কথা বলে
নরম গরম আড়ালে যা বলুক
সামনে এলেই পড়ে গায়ে ঢলে l

যখন সময় এমন ধারায় চলে
সবাই দেখি তোষণ করে বলে
অতি গুণী মানুষজনও দেখি
তোষণ কথায় দিব্যি যে যান গলে l

যখন সময় এমন ধারায় চলে
ন্যায় ও নীতি বিসর্জিত জলে
সফলতা করতে হাসিল সবাই
যা খুশি তা করেন অবহেলে l

যখন সময় এমন ধারায় চলে
মিছিল মিটিং করে যা সব বলে
প্রাক্টিক্যালি মানে না সে কথা
তত্ত্ব এবং চর্চাতে ভিন দলে l

ভাষাদিবস নরম গরম ভাষণ
শোভাযাত্রায় বাঙালি মন পাগল
ইংরাজি মাধ্যমে পড়ে ছেলে
প্রশ্ন যারা করে তারা ছাগল l

সবাই যখন গড্ডলিকার পথিক
ভন্ডামিতে চলছে পুরো দেশ
ওপর ওপর প্রেম পিরিতের প্রকাশ
অস্তিনেতে আড়াল করে দ্বেষ l

ওজনভরা তত্ত্ব নীতির কথা
যায় তা বলে সুযোগ খানিক পেলে
নিজের ভুল, ভুল নয়কো মোটে
অন্যের ভুল নিত্য ধরে চলে l
457