যখন ছড়া মাথায় চাপে
লিখতে থাকি ধাপে ধাপে
ঠিক তখনই - বাজার করো
গিন্নী বলে - ব্যাগটা ধরো
তখন আমি ভাবের স্রোতে
ছড়া কিছু হতে হতে
জট পাকিয়ে খেলছে মাথায়
একটু করে লিখছি খাতায়
এমন সময় বাজার গেলে
সৃষ্টি যাবে রসাতলে
কাকে বোঝাই এসব কথা
আপন দুঃখ আপন ব্যথা
বাজারটাও তো জরুরী কাজ
বাজার ছাড়া খাবো কি আজ
ছড়া খেয়ে পেট ভরে না
খালি পেটে পেন সরে না
তাই তো তেনার কথা শুনে
বাজার গেলাম টাকা গুনে
ছন্দ গোনা থাকলো পড়ে
লেখার খাতা উপুড় করে l