সন্ধ্যে এলো যেই
আলো রোশনাই সারাদিনের
আর তো তেমন নেই

হলাম যখন বুড়ো
আপদ বিপদ কতো রকম
শরীরও থুত্থুরো

সঙ্গী সবাই দূরে
একা নিজে পড়ে থাকি
বৃষ্টি বা রোদ্দুরে

লিখছি ভাবি অনেক
এখান ওখান থেকে বেরোয়
লেখা শতখানেক

দিন ফুরোলে রাত
একলা ঘরে আছি পড়ে
হাঁটুতে আমবাত
534