ছোটবেলা গ্রামে মানুষ তারই স্মৃতি বইছি সদাই
বড়ো হয়ে চাকরি নিয়ে যতোই শহর শহর ফুটাই l
হৃদয় যেথায় আছে বাঁধা সুযোগ পেলে যাই ছুটে যাই
মনটা যখন হাঁপিয়ে ওঠে শহরের এই গোলকধাঁধায় l
সঙ্গে থাকে শহরবাসী পরিবারের সদস্যেরা
গিন্নি থাকেন আরো থাকে দুই সন্তান মানিকজোড়া l
গ্রামের পথে দীঘির পারে মাঠের ধারে বনের ঝাড়ে
যাই ছুটে যাই হারিয়ে সেথায় আপন স্বর্গ হরিদ্বারে l
যাই মিশে যাই গ্রামের কণায় বয়স হারাই ছোট্ট হই
গাছের ডালে বাঁদর হয়ে ঝুলতে থাকি হেইহো হই l
গাছের ঝোলা নাগরদোলা চশমাচোখে হাসির ধুম
এই সামনে এই পেছনে ওপর নিচে ঝুমুর ঝুম l
বাতাস দোলায় চামর যেন শীতল পরশ জুড়ায় প্রাণ
হাল্কা রোদে এ হুল্লোড়ে সবুজ ছড়ায় আপন ঘ্রাণ l
বড়ো যে হয় ছোটোর ছোটো, ছোটো সেটাই তাকিয়ে দেখে
বাবা যখন শিশুর মতো গাছের ডালে ঝুলতে থাকে l