তত্ত্ব ও তথ্যে পড়ে আছি গর্তে
এই বাঁচি এই মরি সকলই জানেন হরি l
নেই টিকা নিরাময় টিকে আছে শুধু ভয়
চাল ডাল লবণে সাদাসিধা দ্রবণে l
চলছে জীবনটা, টক ঝাল নোনতা..
টক ঝাল নোনতার স্বাদ আর নাই রে
ঘরে বসে নুনভাতে হাতে চাঁদ পাই রে l
বাঁচবো কি মরবো জানি না তো নিশ্চিৎ
করোনা বিপদটার প্রতিদিন বাড়ে ভিত l
দিনে দিনে হার তার প্রতিদিন বাড়ছে
এক দুই তিন করে প্রাণগুলি কাড়ছে l
দেশ থেকে বিদেশে ঘরে ঘরে হানা তার
রাজধানী ছেড়ে শেষে গাঁয়ে ঘরে হানাদার l
লক ডাউন মেনে নিলে বেঁচে যাই বাবা রে
নইলে কঠিন জেনো এড়ানো এ থাবা রে l
প্রাণঘাতী ভাইরাস ফুসফুস কামড়ায়
সর্দি ও কাশি শেষে শ্বাসক্রিয়া দামড়ায় l
শ্বাসের কঠিন হ্যাপা প্রাণবায়ু কই রে
চিকিৎসা কল্যাণে নল ঠুসে রই রে l
ডাক্তার নার্স আর স্বাস্থ্যের কর্মী
এই বিপদের দিনে সেবাব্রত ধর্মী l
শক্ত সমর্থ যারা তারা তবু লড়ে যায়
দুর্বল অশক্ত প্রাণগুলি ঝরে যায় l
কি যে হবে পরিণাম ঘরে বসে হরিনাম !!!!