বাবা যাবেন ভোট নিতে সঙ্গে যাবে কে ?
সঙ্গে যাবে সিভিক পুলিশ লাঠি নিয়েছে l
বুথে গিয়ে বাবা দেখেন মাস্তানেরই দাপট
নিয়মমতো কাজ করলে মাথায় পড়ে ঝাপট l
ছাপ্পা ধাপ্পা সামলে বাবা ভোট করেন শেষ
জীবন নিয়ে বাড়ি ফেরেন মুখে আতঙ্কের রেশ l
যে সব বাবা বোকা হাবা নিয়ম কানুন মানেন
রেললাইনে লাশ পড়ে যায় আত্মহত্যা জানেন l
শিক্ষক খুনের বিচার চেয়ে পথে হাজার মানুষ
ধারার পরে ধারা আসে করতে লড়াই ফানুস l
তবু রক্তবীজের বংশ বাড়ে রাজ্য জুড়ে ছড়ায়
আন্দোলনে আন্দোলনে মিছিল পথে গড়ায় l