বাবা এখন বৃদ্ধাশ্রমে
মার-ও আবাস তাই
আমরা আছি বিদেশ বিভুঁই
দুই মেরুর দুই প্রান্তে
আমরা দুটি ভাই ।
ছোট্ট শিশু বেলা
পড়া পড়া খেলা
পড়ায় হবো সবার সেরা
বাবা মায়ের পণ
তাঁদের চোখের ধন ।
দিনরাত্রি এক করে
চোখটা বই এর পাতায়
বন্ধু স্বজন কেউ ছিলো না
সব ভাবনা খাতায় ।
বছর বছর সেরা ফলে
হলাম এন আর আই
আমরা দুটি ভাই ।
আমাদের কে পায় !
মেম জুটিয়ে ঘাঁটি গেড়ে
বিদেশ মাটি আপন
সেখানেই দিন যাপন ।
বাবা মায়ের খোঁজখবর
ডিজিটালের স্মরণ
পোষন এবং ভরণ
বৃদ্ধাশ্রমে গেলেন তাঁরা
খরচটুকু পাঠাই
আমরা এন আর আই
আমরা দুটি ভাই ।