এই তো ঘরে বন্দী আছি করোনারই ভয়ে
এই তো ঘরে বন্দী আছি লক্ষ্য যুদ্ধ জয়ে l
কেন্দ্র এবং রাজ্য মিলে লক ডাউনের ডাক
লক ডাউনের ডাক দিয়েছে রেখো নাকো ফাঁক l
করোনার যে ভাইরাস তা স্পর্শে ছড়িয়ে যায়
স্পর্শ সেটা এড়িয়ে চলো এটাই তো উপায় l
অনেক অনেক ধনী দেশে ব্যবস্থা সুন্দর
মাথাপিছু চিকিৎসক আয়োজনের বহর,
করোনার সামনে দেখি তারাও নতজানু
সেই তুলনায় ভারত তো ব্যবস্থাতে অনু l
একশত তিরিশ কোটি জনসংখ্যা নিয়ে
কমিউনিটিতে ছড়ায় যদি সর্বনাশের ইয়ে l
চিকিৎসক ও হাসপাতালের অপ্রতুলতা
মহামারীর রূপ নেবে কে সামলাবে তা ?
তাই তো সবাই সতর্ক হোন থাকুন নিজ ঘরে
ব্যবস্থা নিন যদি ভোগেন কাশি সর্দি জ্বরে l
মাস্ক পরুন গ্লাভস পরুন ধোন মুখ ও হাত
অসুখ যেন না ছড়ায় তার রাখুন দৃষ্টিপাত l
অল্প লোক সংক্রামিত হয় করোনায় যদি
সামলে নেবেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মোদী l
সীমিত পরিকাঠামোয় চিকিৎসকের দল
উদয়াস্ত পরিশ্রমে বাড়ছে মনোবল l
লক ডাউনটা পালন করুন অক্ষরে অক্ষরে
নিত্য প্রয়োজনীয় যা আসুক সকল ঘরে l
জরুরী সেবায় যাঁরা আছেন নিয়োজিত
নিরাপত্তার দিকটি যেন হয় না উপেক্ষিত l
জিতবে ভারত জিতবে বিশ্ব এই যুদ্ধে নিশ্চিৎ
লক ডাউনে ঘরে থেকে করো নিজের হিত l