একখানা ঘড়ি ছিলো সংসারে তার
সেই ঘড়ি ধরে ছিল গোটা সংসার l
ঘড়িটা আজব ছিলো মানুষের মতো
মাঝে মাঝে ঘড়িটা তো অসুস্থ হতো l
ঘড়িটার রোগ হলে গোটা বাড়ি জুড়ে
সবার অসুখ হতো খালি ঘুরেফিরে l
মানুষের চিকিৎসা করাটা বেকার
কিছুতেই রোগ ভালো হতো নাকো তার l

অসুস্থ ঘড়িটা তো হাঁস ফাঁস করে
বাড়ি ধরে সব লোক ভুগে মরে জ্বরে l
মানুষের ডাক্তার স্টেথিস্কোপ নেন
ঘড়িটার শ্বাসকাজ যত্নে দেখেন  l
ওষুধ ও খানাপিনা পরিষেবা জোরে
ঘড়িখানা সেরে ওঠে কিছুদিন পরে l
ঘড়ির সকল কাঁটা চলে ঠিকঠাক
বাড়ি জুড়ে সকলের শুরু ধুপধাপ l
ঘড়িটায় ভরা আছে প্রাণবায়ু তাই
ঘড়ি ভালো হলে দেখো সুস্থ সবাই l
৮০৭