চাইছিটা কি জানি কি তা সঠিক করে
এতো মানুষ বিভক্ত আজ হরেক দরে
একই মানুষ দল বদলে ভিন্ন চাওয়া
দেবেন যিনি তিনি শোনেন হরেক গাওয়া
ভিন্ন যখন চাইছে মানুষ এক বিষয়ে
একটি হবে অন্যটি তো যাবে লয়ে
কিংবা হবে মাঝামাঝি এমন কিছু
তুমি খুশি আমি খুশি বিশু যীশু
যিনি করেন তিনি করেন নিজেরটা ঠিক
কেউ পেয়ে যান লটারি আর কারো বেঠিক l