হিংসা এগিয়ে যায় ধ্বংসের দিকে
হাত ধরে এ অপরের
আন্দোলনের নামে আগুনের লেলিহান শিখা
ধোঁয়া বারুদের গন্ধ ছড়িয়ে দেয় সারা আকাশে
দেশের সম্পদ পুড়ে ছাই হয় আন্দোলনের নামে
এক হিংসা তাড়ায় মানুষ
ভূগোলের এক কিনারা থেকে অন্য কিনারায়
ছুটে যায় বাক্স পোটরা আশ্রয়ের সন্ধানে
আশ্রয় মেলে তো পরিচয় মেলে না
পরিচয়হীন কেটে যায় দশকের পর দশক
বহুদলীয় রাজনীতির খেলায় আশ্রিতরা
ঘড়ির পেন্ডুলামের মতো দুলতে থাকে
আশা নিরাশার দোলায়
নিরাশায় আন্দোলন
আশার আলোয় আন্দোলন
আন্দোলনের নামে ধ্বংসের পেটেন্ট
দুর্বৃত্তদের হাতে
আন্দোলনে আন্দোলনে পুড়ে দেশ
মানুষের বোধ পুড়ে খাক চিতার আগুনে