লিখতে বসে ভাবছি কেবল কি বিষয়ে লিখি
মানুষ নিয়ে বনপ্রকৃতি নাকি পশুপাখি l
মানুষ সে তো কতোরকম শিশু জোয়ান বুড়ো
আত্মীয় অনাত্মীয় বাবা কাকা খুড়ো l
নারীশক্তি সেটাও বিষয় মায়ের থেকে ধরি
বান্ধবীরা দিদা মাসি বোনকে স্মরণ করি l
একেক জনের একেক গল্প নানা অভিজ্ঞতার
মিষ্টি তেতো নোনতা ঝালে সফর কবিকথার l
ছড়া লিখি কবিতা কি ? নাকি অনুগল্প
লিখবো ভাবছি পড়বে কে তা সবার সময় অল্প l
মানুষ ছাড়াও প্রকৃতি তো আছে দু পাশ জুড়ে
যা লিখি সব প্রকৃতিতে হারায় আপন সুরে l
ভুলে গিয়ে মনে পড়ে কতো রঙিন কথা
সেই কথাকে লিখতে গিয়ে ভরে লেখার খাতা l
লিখছি কেবল লিখেই যাচ্ছি লেখার পরিণতি ?
বই হবে কি নাকি কেবল পত্রিকা তার গতি l
অথবা কি লেখা শুধু থাকবে খাতার পাতায়
যাবৎ জীবন আগলে রেখে মরলে চিতার ভাটায় l
অনেক অনেক লেখা নিয়ে সমস্যাটা আসে
কি যে হবে জানে না কেউ ভীষণ চিন্তা ভাসে l
তবু কিন্তু লেখালেখির চর্চা জবর চলে
জোয়ার ভাটা লেগে থাকে উথাল পাথাল জলে l
এই পথে যে হেঁটে গেছে ছুঁয়ে কাগজ কলম
লেখা যে তার জীবনসাথী সব বেদনার মলম l
তাই তো লেখা চলতে থাকে বলতে থাকে কথা
মহাকালের প্রাঙ্গণে তার চির আসন পাতা l