ভালোবেসে ঘর বেঁধে প্রিয়তমা সাথে
সারাদিন কাজে কাজে মিলে যাই রাতে l
আগে তো বুঝিনি ভাই বিয়েটা কি জ্বালা
কতো কথা বলে যায় কানে দেই তালা l

বোবা সাজি হাবা হই চোখে কম দেখি
বিয়েতে কতো না সুখ সব কথা মেকি !
শুধু শুধু কেঁদে যায় পাই না কারণ
হাতে পায়ে তালা দেয় কতো যে বারণ l

এটা নয় ওটা নয় অঙ্কুশ দেয়
সকাল দুপুর শুধু প্রতিজ্ঞা নেয় l
বন্ধু স্বজন সব চলে গেলো দূরে
আত্মীয় মনোব্যথা খায় কুড়ে কুড়ে l

সকলকে দূরে রেখে আমাকে জড়ায়
এইভাবে একা ঘরে জীবন গড়ায় l
ভালোবাসা কাছে টানে ঠেলে দেয় দূরে
মিলনে মিলিত হই বিচ্ছেদ সুরে l
৮১৭