ধিন ধিন ধিন তাক
আজ তবে পড়া থাক l
আজ শুধু খেলাধুলা
বক বক বকুনির
মহাভারতের সেই
মামা এক শকুনির l
শকুনির দোষ কি ?
তিনি তো নিমিত্ত,
লকলক করে জিভ
তাই তার সখ্য l
ধর্মরাজের ঘরে
চক্রধরের বাস
তার সহযোগিতায়
অশুভের হয় নাশ l
নাক কাটে শূর্প'র
রাবণের মতিভ্রম
সব মহাকাব্যের
শেষমেষ এক ক্রম l
কবি যতো হাতুড়ে
বড়ো ঘুমকাতুরে
লেখে ফের লেখে না
কেউ পড়ে দেখে না l
তাও নেই চিন্তা
ধিন তাক ধিন তা l
পাতা পাতা লিখে যায়
বই পুঁথি ছেপে যায়
পুঁথি জমে পাহাড়ে
আহা আহা আহা রে l
প্রশংসাধন্য
আসরে অনন্য l
473