আমের পাতা ঝর ঝর
যাচ্ছে পড়ে পর পর
শীতের বাতাস কন্ কন্
ছুটছে এ মন হন্ হন্ l
করছে শালিখ হুটপাট
গাছের তলে বসছে হাট
ঐ দেয়ালের ঐ কোণে
শালিখ সকল মত্ত রণে
জমা পাতা ছারখার
ইস্ পার উস্ পার
কিচির মিচির ধুপ্ ধাপ্
থেকে থেকে চুপচাপ
ভয়ে ভরা চাহনি
শালিখের বাহনী
গায়ে গায়ে ধাক্কা
পাতা-ক্রীড়া পাক্কা
গাছতল দৃশ্য
পাখি গুরু শিষ্য
মজা করে এন্তার
সুখে কাটে দিন তার
প্রকৃতির ঐ কোলে
খেলা করে ছেলেপুলে
জমে ওঠে সংসার
শেষ হয় হিংসার l