এই হাতে ছুঁয়ে দিলাম তোমার আকাশ
আকাশ জুড়ে যতো মেঘ, তারারাজি
সবার সঙ্গে কথা হলো আজ l
তোমার ভালোবাসা, অভিমান
অঘোষিত বৃষ্টিপাত
ভেজা সার্সি বেয়ে আমার অনুভবে l
বোধের শিকড় ছুঁয়ে পল্লী জুড়ে টুকরো সংলাপ অপরিচয়ের গলিপথ ছেড়ে চেনা আঙিনায়
ফিনকি দিয়ে ভালোবাসার শিশিরপাত
নির্ঘুম আরেকটা দিন নীরব প্রতীক্ষায় l
** তিস্তা থেকে ইছামতী ২০২২ কবিতা সংকলনে প্রকাশিত, পৃষ্ঠা - ২০
** শব্দসাঁকো ৪৩ তম সংখ্যা, নভেম্বর, ২০১৯ এ প্রকাশিত, পৃষ্ঠা - ১৫