একটা ছাতা তিনটা মাথা
ব্যাপারটা কি হচ্ছে যা তা !
ছাতা শুধু পাবে মালিক ?
বাকিরা কি চড়ুই শালিখ ?
পরে ঘাপলা পড়লো ধরা
মালিক নয় সে ছাতাধরা l
ছাতা ছিলো আরাধনার
রোদ গরমে ঘেমে কাবার !
পরের ছাতায় কামড় থাবার
উইলিয়ামই করলো সাবাড় l
উইলিয়ামের তুলোধোনার
পালা শুরু স্টাফ রুমে
রেজ্জাক তা করলো শুরু
সেলফি তুলে বাঁধলো ফ্রেমে l