এই তো চাকরি পেয়ে
দিন কাটে হেসে গেয়ে
বিয়ে করি করি কিনা ভেবে নাজেহাল,
বন্ধুরা আগে যারা
বিয়ে কাজ করে সারা
অভিজ্ঞতায় যারা কাটিয়েছে কাল

তেমন বন্ধু কিছু
ঘুরে ফিরি পিছু পিছু
সাজেশান চেয়ে ফিরি নিজ মনমতো,
ঘুরে ফিরে এক কথা
কেউ নেয় নীরবতা
সার বুঝি এই কথা স্বাধীনতা হত l

বোঝায় আমাকে তারা
শুনে আমি বাকহারা
বলে কিনা বিচিত্র সংসার জাল,
অনেককে হারিয়ে
পড়েশুনে দাঁড়িয়ে
শেষে তো কুমীর আনা কেটে বড়ো খাল l

সব কিছু শুনে বুঝে
ঠিক করি নিজে নিজে
এমন আপদ কেন যেচে নিয়ে আসি,
লোকজন ঠিক করে
একে তাকে হাতে ধরে
বিয়ে করে ঘরে আনি যাকে ভালোবাসি l
৮৪০