কাল সকালে সন্ধ্যাবেলায়
একলা ছিলাম দলের মেলায়
হরিলুটের অনুষ্ঠানে
নিজের পাতায় ঝোলটি টানে l
মেঘ গুড়গুড় নীলাকাশে
আনন্দমুখ হয় ফ্যাকাশে
অবিশ্রান্ত বৃষ্টিধারা
সারা দেশে নামে খরা l
গুরুভক্তির সেরা টোলে
ভক্তি গেছে সবাই ভুলে
কূপমণ্ডুক মুক্তমনে
রাজভিখারি ঋদ্ধ ধনে l
সূর্যোদয়ের আঁধারবেলায়
দায়িত্ববান অবহেলায়
দেশ ও দশের বোঝা কাঁধে
আপন ঘরে আঁটি বাঁধে l