ইতিহাস পড়ে গোদা জানা গেছে এই
রাজা মহারাজা যতো অতি সহজেই
করতেন তার কাজ যা মনে হতো
গণতন্ত্রেই দেখি দ্বন্দ্বের গুঁতো l
সন্যাসী বেশি তাই নষ্ট গাজন
সব মন খুশি ফের কেউ খুশি নন l
বছর আঠারো মাসে এত ধীর ল়য়
সকলের কাজ তাই কারো কাজ নয় l
বিচার বিরোধ সব দল অভিমুখী
লঙ্কায় যেই যাক জনগন দুখী l
ছলে বলে কৌশলে ধরে জনাধার
তরণী ভোটের করে কোনোভাবে পার l
জনগণ ভ্যাবাচ্যাকা কোন দিকে যায়
সবদিকে খাই দেখে বড়ো অসহায় l
843