লক ডাউনের অবসরে
সময় কেমন পার করে l
তাই তো নারী বুদ্ধি করে
কতো নানান খেলা ধরে l
শাড়ি পড়ার কতো ধরন
ভিন্ন বেশ ভিন্ন গড়ন l
শাড়ির এই সিরিজ খেলায়
সাজছে নারী নানা জেলায় l
শাড়ির সাজে মাথা খাটায়
সেই সাজেতে হাজির পাতায় l
খেলা গড়ায় পরের ধাপে
দেয় গো সাড়া বন্ধুডাকে l
এক দুই তিন গুনিতকে
শাড়ির সাজে সজ্জিতকে
সেলাম ঠুকি বারে বারে
সাজের সেরা শাড়িটারে l
চলুক খেলা আপত্তি নাই
ভালোই দেখে সময় কাটাই l
পাতায় নিত্য নতুন শাড়ি
রংবাহারে হাজির নারী l
লক ডাউনের বোরিং সময়
এইভাবে হোক আনন্দময় l
সত্য ও সুন্দর যা
চলুক পাতায় তার চর্চা l
পিতার পিতা তস্য পিতা
এবং ধরার প্রথম মাতা,
আদম ইভের সময় থেকে
নব্য যুগেও যায় নি বেঁকে
সৌন্দর্য্য মানবদেহে
রূপসজ্জা আদর স্নেহে l