১.
চোখ মুখ নাক দেখছি গাছে দেখছি বাঁকা ঠোঁট ও
এক চোখ তার বন্ধ রাখে, কেমনধারা লোক ও ?
মস্ত বড় কপাল যে তার মাথা দখল করে
গাছের গায়ে খোদাই এসব - ছবি তুলে ধরে l
২.
জঙ্গলে এক গাছের গায়ে মানুষ আদল দেখি
শত্রু নাকি বন্ধু, কে সে ? হিসাব কষে রাখি,
গনপুর জঙ্গল বীরভূম জেলা
গাছে গাছে গাছময়, রোদ ছায়া খেলা l
৩.
ছাই রঙ মেখে গায়ে আর কিছু কালি
রোদ দিনে জঙ্গলে তিনি বনমালী,
সময় আঘাত তার দেহে ফুটে ওঠে
আকৃতি মানুষের শেষমেশ জোটে l
৪.
দিনদুপুরে বনের মাঝে খেলে রোদ ও ছায়া
অনেক অনেক গাছেরা সব কাটায় জীবন মায়া,
আকাশমুখী যাত্রা তাদের দেহে হাজার ক্ষত
তারই মাঝে শিল্পী খোঁজে আপন মনোরথ l
৫.
সবুজ লাল ও বেগনি নীলে জীবন ভোগের পর
শেষ জীবনে রঙ ছেড়ে দেয়, ছাইরঙে তারপর
অনেক অনেক ভোগের শেষে ত্যাগের জীবন পাই
ভস্ম গায়ে মেখে পুরো ধূসর জীবনটাই l
৬.
এক কাটা দুই কাটা কাটা দেহে কতো
সংখ্যায় গুনে যাই দেহে ক্ষত যতো,
প্রতিটি ক্ষতের আছে কার্যকারণ
জেনে নাও সঠিক তা নেইকো বারণ l
৭.
উপমা ও রূপকের অনুগামী যারা
খুঁজে ফেরে দেশময় কল্পিত সারা,
চোখ খুলে দেখে যদি বাহির দুয়ার
গাছে গাছে আছে কতো উপমা বাহার l
৮.
কাঠ সে তো প্রাণহীন গাছ সে তো নয়
প্রাণবান মানুষেরা, অমানুষ নয়,
কাঠ তবু উপযোগী ব্যবহারে শত
অমানুষ মানুষেরা করে বিব্রত l
৯.
বৃষ্টিতে ভেজে আর রোদে খালি পোড়ে
খোলা আকাশের নীচে বনে বনে ঘোরে,
বনে বনে ঘোরে আর খোঁজে সে রতন
ক্যামেরার লেন্সে সে পেয়ে যায় ধন l
১০.
প্রকৃতি সে কথা বলে নিজের ভাষায়
প্রেমিক তা খুঁজে ফেরে অনেক আশায়,
গাছ নদী পাহাড়ের সাগরের ভাষা
মরুপ্রান্তর ভেঙে চাষ করে চাষা l
927