সাতসকালে তিন্নি রানীর
শুরু হলো বকবকানির
বকতে থাকে সারাটা দিন
কথার তালে তাক ধিনাধিন l
প্রথম বকে শুধুই শখে
শয্যা ছেড়ে ঘুমের চোখে
গলাটাকে সেধে নিয়ে
শিকার ধরে জমজমিয়ে l
বেড টি নিয়ে শোবার ঘরে
সবার ঘুমের বিনাশ করে
মুখ ঝামটে করলো ইয়ে
উঠলো সবাই ধড়পড়িয়ে l
হড়বড়িয়ে উঠলো ছেলে
পড়তে বসে আলো জ্বেলে l
আর একটি সে মেয়ে রাকা
গলা সাধে রে গা মা পা l
বেলা বাড়ে নেইকো দেখা
কাজের মেয়ে শূর্পনখা
একার হাতে চালায় গাড়ি
জলখাবার আর ভাতের হাঁড়ি l
চলছে হাতে চলছে মুখে
বাকি সবাই আছে সুখে l
সবকিছু পায় হাতের কাছে
তিন্নি রানীর কথার পাছে l
তিন্নি রানী গিন্নী হয়ে
বিন্নি বেঁধে মাথার চুলে
কাজের সাথে বকবকানি
নিজকে থাকে পুরো ভুলে l