সময় এখন মন্দ বড়ো
হায়না ঘোরে পথেঘাটে,
একলা নিরিবিলি পেলে
হামলে পড়ে শরীর ঘাঁটে l
হামলে পড়ে অজানা লোক
হামলে পড়ে আপনজনে,
নারী শরীর মাংস শুধু
মাংসলোভী মনের কোণে l
ভোগ করে দেয় আগুন জ্বেলে
জ্বলছে আগুন সারা দেশে,
সময় এখন মন্দ বড়ো
দুরাচারের অবশেষে l
শাসন আছে আইনও আছে
সবার চোখে ঠুলি পরা,
লাঞ্ছনা আর অসম্মানে
জর্জরিত বসুন্ধরা l
শাস্তি আসুক এমন নেমে
উদাহরণ সামনে থাকুক,
একটি মেয়েরও করতে ক্ষতি
দুরাত্মারা ভয়ে কাঁপুক l