কবি এখন কবিতা লিখে নিজেই তা পড়ে
অন্যের নয় অন্যের নয় পড়ে নিজের গড়ে l
কি লিখেছে কার জন্য কিসের থেকে লেখা
ধাঁধায় থাকে পাঠকসমাজ পড়েই ভ্যাবাচ্যাকা l
আসর বাসর রচনা করে খোলে নিজের খাপ
পত্রিকাতে গ্রন্থ ছেপে পেরোয় নানান ধাপ l
সেই লেখাতে পাঠকপ্রাপ্তি অল্প কিছুর জোটে
অধিকাংশ শূন্যে হারায় কালের বিচার স্রোতে l