পিছলে পড়ে পা
যেদিক খুশি যা l
যা খুশি তা কর
যাকে পারিস ধর l
পেয়েছিস ফুলটুসি
থাক সেখানে খুশি l
এখন আমরা পর
কঞ্চি হলো দড় l
জীবন অনেক বড়ো
হবি রে সরগড় l
দেখবি আপন কে
হঠাৎ আপন যে ?
নাকি পিতামাতা
সকল বিপদত্রাতা l
ভুললি শেষে মা কে?
বাবার স্নেহটাকে ?
যা ছেলে তুই যা
জগৎকে কর টা l
এতদিনের চেনা
এতদিনের দেনা l
এক নিমেষে শেষ
বেশ করলি বেশ l
উঠবে যখন ঢেউ
থাকবে না রে কেউ l
ঝড়বাদলের রাত
আলোক বজ্রপাত,
অসুখ বিসুখ কতো
লাগত অবিরত l
এমন সকল সময়
মাতা পিতা সদয় l
কোনো হিসাব নয়
হৃদয় সুনিশ্চয় l
সে সব কথা ভুলে
চললি রে কোন্ কূলে ?
থাক রে মজে তুই
একের থেকে দুই l
রাখলি না তিন চার
এরই নাম সংসার l
তবু বলবো শেষে
শুধুই ভালোবেসে l
- থাক ভালো তুই থাক
মা বাপ নিপাত যাক l
চিনলি শুধু টাকা
সময়ঘড়ির চাকা !!!
৮৬০