গায়ে রাঙা জামা পরে জমাদার সর্দার
ঝুলগুলো ঝাড়ছিলো জানালার পর্দার l
পর্দার পিছনে সে ছিলো কি যে লুকিয়ে
ঝুলঝাড়া দিয়ে ঝাড়ে শেষে নেয় শুকিয়ে l
পেড়েছিলো ডিমকয় হাতিমের ছানা
খেয়েছিলো গুটিকয় ডালিমের ডানা l
ডিম ফেটে বের হয়ে হাতি চায় টক দই
বন জুড়ে শুরু হলো অকারণ হই চই l
কুটিরের এক পাশে শিয়ালের পিসিমা
রাঙা জামা গায়ে দিয়ে পিঠে খায় বেশি না l
গুণে গুণে সাবধানে চলে যায় বাজারে
সস্তায় কিনে ভাবে আজ তো সে রাজা রে !
রাজার আসন টলে প্রজা যদি ক্ষেপে যায়
প্রতি পদে তারা যদি কাজগুলি মেপে যায় l
ভালো কাজ করে যারা তারা শুধু টিকে রয়
মন্দরা দিনে দিনে অ্যালবামে ফিকে হয় l
** ডুবুরি মার্চ, ২০২৩ এ প্রকাশিত