কবিরাণী এক নং
সুমনাদি এন্ড কোং
দুই এ তিনি রাণীদি
তাঁর কথা বলি কি
আর আছে আভা বোন
তিনে মিলে তিনকোন্ ।
ছড়া লেখে তিনজন
আর লেখে কবিতা
আসরের খোঁজ পেলে
স্বরচিত পঠিতা ।
কাগজে ও বই-এ তে
এই তিন সই-এ তে
ছাপে ছড়া কবিতা
পড়ি আমি সবই তা ।
বোধ্য অবোধ্য
পদ্য কি গদ্য
লেখে তারা সাবলীল
কবিতা ও ছড়াতে
মজা তার পেয়ে যাই
নিয়মিত পড়াতে ।