তিনটি পাখি ঝগড়া করে
টবের গাছে চড়ে
একটি পাখি লম্বা সাদা
বসেছে টব ধরে l
হাসনুহানা হাসি যেন
দিয়েছে কেউ এঁকে
প্রাচীর ধারে মুখেতে তার
যাও এসে যাও দেখে l
পাখির সঙ্গে দোস্তি যে তার
বহু যুগের থেকে
তাই তো টবে গাছ লাগিয়ে
পাখি দেয় সে রেখে l
সকাল দুপুর বিকালবেলা
পাখি নিয়ে করে খেলা
পাখি মানুষ এক হয়ে যায়
নিজের উঠান মাঝে
সকাল দুপুর সাঁঝে l