ছড়া লেখেন সহজ লোকে
কারণ তা যে বোধ্য
জটিল লোকে কবিতা লেখেন
ভীষণ তা দুর্বোধ্য l
অর্থ যাবে না বোঝা
হবে না কথা সোজা
গভীর গহন গহ্বর থেকে
আসবে কথা উঠে
কেউ যদি যায় অর্থ বুঝে
কবিতার পাট চুকে l
ছড়া লেখা অতি সহজ
সরল লোকে লেখেন
এই তত্ত্ব মানেন তারা
সেই তত্ত্ব শেখেন l
সহজ করে কথা বলা
সহজ পথের হরবোলা
নয়তো তা সহজ মোটেই
বলেন কবিগুরু
কিন্তু তারা সাধক জেনো
কঠিন কঠোর দুর্গমতার
সেই পথে নেই অর্থ কোনো
পাঠক দুরুদুরু l
কেউ চাপড়ায় মাথা তাঁদের
কেউ বা যান মূর্ছাই
অর্থজটের জালে পড়ে
পাঠক বলেন - দূর ছাই !
রাশি রাশি পড়ে থাকে
কবির গুদামঘরে
ছন্দে বাঁধা সরল ছড়া
সবার হৃদয় ভরে l