মাছভাজা খাচ্ছিলো ফাটকে
একখানা কাঁটা গেলো আটকে,
খচখচ করে যায় করে যায়
ঢোক গেলা সমস্যা, বড়ো দায় l
সাজেশান এলো ঝড় ঝাপটায়
যে পারে সে সাজেশান কপচায়,
ভাত খেলো আর মুড়ি শুকনো
গলায় খোঁচালো দিয়ে ঠুকনো,
জল খেয়ে পেট তার ফুলে ঢোল
আচমকা চমকিয়ে হরিবোল,
হাসপাতালেও গেলো শেষটায়
এলো ও হোমিওর দেশটায় l
তবু তার খচখচ হলো নাকো বন্ধ
বিরক্তি ধরে গিয়ে রাগে পুরো অন্ধ l
তবু গেলো আসরে সে কবিতার সন্ধ্যায়
মেতে গেলো পুরো সে কবিতার চর্চায়,
পড়ে আর শুনে যায় মতামত ঠুকঠাক
গভীর গভীর কথা কবিতার তুকতাক l
জানলো না কোন ফাঁকে কাঁটা গেছে হারিয়ে
কবিতা ও ছড়া গানে মন পুরো নাড়িয়ে l