বসে ভাবি ঘরে
যতো আছে প্রাণীজগৎ এই চরাচরে
সবার সেরা মানুষ l
এতদিন তাই জেনেছি আজ দেখি ফানুস l
ফানুস হয়ে ভ্যানিশ
করোনার আক্রমণে মানুষ কি ফিনিশ ?
এমন ভাইরাস এলো
বিশ্ব জুড়ে লক্ষ লোকের অকালে প্রাণ গেলো l
হয় নি তো শেষ
পৃথিবী জুড়ে আক্রান্ত দু'শোর ওপর দেশ l
সেই যে আমেরিকা
এত নাকি শক্তিশালী সদাই জয়ের টিকা,
স্বাস্থ্য ব্যবস্থায়
অনেক অনেক কঠিন রোগে প্রতিকার পায় l
কি হলো আজ তার ?
করোনার কাছে দেখি লজ্জাজনক হার l
শুধু আমেরিকা ?
উন্নত সব দেশগুলির আজ অবস্থাটা ফিকা l
ইউরোপেও তাই
দিনে দিনে প্রতিদিনে মৃত্যু বেড়ে যায় l
লাখ থেকে দু লাখে
কোথায় গিয়ে থামবে শেষে প্রশ্ন করি কাকে ?
ভারত পাকিস্তান
বিশ্ব স্বাস্থ্য মানচিত্রে কোথায় বা তার স্থান ?
টীকা ওষুধ নেই
সকল দেশে চলছে প্রয়াস এক সে আশাতেই l
সেই আশাতেই থাকা
হবেই হবে ওষুধ বাহির, বাহির হবে টীকা l
হবেই হবে শেষ
করোনা ভাইরাস বিদায় দিয়ে মুক্ত হবে দেশ l
বলছি বন্ধু ভাই
সেই ততোদিন সুস্থদেহে বেঁচে থাকা চাই l
দেখাবোই বিলকুল
সেরার সেরা মানবজাতি নেই কোনো ভুল l