যতোই ভাবি এ মন আমার
সারাটা দিন আগলে রাখি
তেমন কিছু পড়লে চোখে
মন তখনই ফুড়ুৎ পাখি l
পড়লে চোখে মন হারানোর
রূপসাগরের অথৈ ঢেউ
যায় ছুটে যায় রূপের টানে
শুনছে কি আর কথা কেউ !
মেঘ কুয়াশা পাহাড় নদী
বন জঙ্গল পেরোয় সবই
আমি আমার মেঠো জীবন
মনটা আমার স্বভাবকবি l
তেপান্তরের সীমার ওপার
রামধনুকের রঙের সারি
রঙ মেখে নেয় হৃদয় জুড়ে
ঘুমকিশোরীর আপন বাড়ি l
মনের আকাশ পেখম তুলে
যায় উড়ে যায় বিদেশ বিভুঁই
যতোই ভাবি এ মন আমার
মনটা তখন এক থেকে দুই !