দেখতে যারা ভীষণ ভালো
মন কি তাদের সত্যি কালো ?
এমন নানা অভিযোগের
পাই না ওষুধ এমন রোগের l
কিন্তু যারা এমন বলেন
বলেন নাকি অভিজ্ঞতায়,
সেই অভিযোগ প্রমাণ করি
এমন সুযোগ আছে কোথায় ?
দেখতে যারা ভীষণ ভালো
অনুগামী তাদের অনেক l
সকলে চায় বলতে কথা
সঙ্গে থাকতে সময় ক্ষণেক l
সকলকে যে সময় দিবেন
এতো সময় কোথায় পাবেন ?
সময় সে তো ঘড়ির কাঁটায়
ঘন্টা মিনিট একক বাঁধায়,
তাদেরও তো কাজের বালাই
জগতের এই গোলকধাঁধায় l
দেখতে যারা ভীষণ ভালো
আঁধার মনে জ্বালে আলো l
তাদের মুখে একটু কথা
একটু হাসি নীরবতা l
এমন স্বপ্ন অনেকজনের
প্রেমিক পাগল মানবমনের l
পেয়ে গেলে কপাল খোলে
হৃদয় নাচে দে দোল দোলে l
কিন্তু যাদের ভাগ্য খারাপ
হাত বাড়িয়েও পায় অভিশাপ l
সুন্দরেরা মুখটি ফেরান
যায় না পাওয়া তাদের পরান l
এমন যারা ভাগ্যহীনা
জোটে যাদের এ বঞ্চনা
তারাই তত্ত্ব হাজির করে
সুন্দরীদের কালাজ্বরে l
দেখতে যারা ভীষণ ভালো
মন কি তাদের সত্যি কালো ?
এমন নানা অভিযোগের
পাই না ওষুধ এমন রোগের l