সদলবলে চলল তারা কোথায় যেন চলল
চলার পথে মন জুগিয়ে কতো কথা বলল l
বলল হারুন বললো রশিদ বলল চিনেপটকা
অনেক কথা বললো এমন লাগলো শুনে খটকা l
দাদুর নাতি নাতির পিসি পিসির আপন ভাগ্নে
পারিবারিক গল্প ফাঁদে যে যার নিজের ভাগ নেয় l
ভাগের কথায় পড়লো মনে দেশটা যারা ভাঙলো
একজাতিকে বহু করে হাজার বিবাদ আনলো l
সেই থেকে আর ভাগ করি না করি বাকি অঙ্ক
যোগটা করি গুণও করি বিয়োগে আতঙ্ক l
ভাগই বলো বিয়োগ বলো হৃদয়কে দেয় নাড়িয়ে
হারুন রশিদ এমন কথা বললো কিছু বাড়িয়ে l
বলতে শুনতে সময় কাটে পথ গেলো ফুরিয়ে
এমনি করে সকল মানুষ শেষমেষ যায় বুড়িয়ে l
বুড়ো হলেও যাবার কথায় সঙ্গে সঙ্গে তৈরি
সদলবলে চলে তারা সম্পর্কে নেই বৈরী l