এক.

স্যার আর কয় বছর ?
বছর নেই আর  
মাসে চলে এসেছেন ?
হ্যাঁ

দুই.

স্যার আর কয় মাস ?
মাসে নেই আর
দিনে চলে এসেছেন ?
তাই

তিন.

স্যার আর কয় দিন ?
দিনে নেই আর আছি কিছু ঘন্টায়
আজকেই ?
ভালো থাকিস

এপিলগ.

এইভাবে দিনগুলি যায় দেখি ফুরিয়ে
চাকরির ক্ষেত্রে দিনদিন বুড়িয়ে l
চলমান সময়ের ছাপ সাথে থেকে যায়
প্রতিটি বিবর্তন নিজ খেলা খেলে যায় l
বয়সের সাথে চোখে দেখাগুলো পাল্টায়
মন বোধ নিজমতো মিষ্টি ও ঝালটায় l
শুরু হলে শেষ আছে দুইটাই সত্য
জ্ঞানী গুণী বুঝে যান এই গূঢ় তত্ত্ব