ছেলেমেয়ে দলে দলে
শিউলির গাছতলে
জোরে দেয় ঝাঁকুনি
গাছজুড়ে কাঁপুনি
ফুলগুলো টপাটপ
তুলে নেয় গপাগপ l
একদিন নয় রোজ ভোরবেলা আসে তারা
সব ফুল সাফ করে গাছ পুরো করে ন্যাড়া
গৃহস্থ ঘুম ভেঙে কপালটা চাপড়ায়
মনে হয় ধরে ধরে ছেলেদের থাপড়ায় l
পুজো যদি করবি
দেবতাকে ধরবি
গাছ লাগা বাড়িতে
পুরুষে ও নারীতে
রোজ রোজ ফুল চুরি অসহ্য সত্যি
মালিকের ফুল নাই গাছে এক রত্তি l