এ কি যুগ এলো রে ভাই
খাঁচায় বন্দী মানুষ সকল
পশু পাখির খাঁচা নাই l
মারণ রোগের আক্রমণে
দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ
সকল দেশই প্রমাদ গোনে l
নাইকো ওষুধ নাইকো টীকা
শুধু কেবল দূরে থেকে
এই যুদ্ধে যায় গো জিতা l
মাস্ক পরো গ্লাভস পরো
সাবান জলে হাত ধুয়ে
নিজের রক্ষা নিজে করো l
লক ডাউন এর বাঁধন মেনে
নিজের ঘরে বন্দী থেকে
করোনাকে আঘাত হেনে
বিশ্ব হবে মুক্ত আবার
এই আতঙ্ক বিষাদ থেকে
হাসি মুখে ফুটবে সবার l