মেঘ ভাবলো
আজ আকাশের সঙ্গে ঝগড়া করবে ।
না হয় সে আকাশের কোলেই থাকে
কিন্তু থাকে তো নিজের শক্তিতেই ।
রোদের থেকে তাপ নিয়ে
বাস্পীভূত হয়ে ধীরে ধীরে
আকাশের পথে পাড়ি দেয় ।
বহু বহু দিন ভেসে থাকে আকাশে ।
নানা রঙের আলোয়
বাহারি রূপ ফুটে ওঠে তার ।
কতো মানুষ ছবি তোলে
ছবি আঁকে অনেকে
অনেকে গল্প উপন্যাস লেখে
গানের আসর বসে মেঘকে সঙ্গী করে ।
আকাশ ভুল করে ভাবে এ তারই সাম্রাজ্য ।
তার প্রতিটি কথায় ফুটে ওঠে অহং ।
তার ভুল ভেঙে দিতে
যখন মেঘেরা অনেক অনেক হয়
খসে পড়ে পৃথিবীর বুকে আবার ।
আবার আকাশ একলা ।
তবু আকাশের ভাড়া হিসাবে
রামধনু উপহার দিয়ে যায় মেঘ ।
সেখানেও সূর্য্যের কেরামতি ।
আজ আকাশের দম্ভ ভেঙে দেয় মেঘ ।
নিজের ইচ্ছার দাস সে ।
স্ব ইচ্ছায় আকাশের বুকে আল্পনা আঁকে
আবার ফিরে যায় তার জননীর কাছে ।
সে পরোয়া করে না
আকাশের অহংকারের ।